• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জিনপিংয়ের ভাষণে অসন্তোষ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পি.এম.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ছবি সংগৃহীত

চীনের আয়োজিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অবদান উল্লেখ না করায় অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র চীনকে অনেক সহায়তা করেছে, তাই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভাষণে তা উল্লেখ করা উচিত ছিল।”

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিয়ানআনমেন স্কোয়ারে অনুষ্ঠিত অনুষ্ঠানটি চীনের বড় কূটনৈতিক প্রদর্শনী হিসেবে পরিচালিত হয়। সেখানে চীনের সেনাদের পদযাত্রা ও আধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উপস্থিত ছিলেন।

১৯৩৭ সালে জাপানের চীনে আক্রমণ এবং ১৯৪৫ সালে জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়। যুক্তরাষ্ট্র ১৯৪১ সালে যুদ্ধে যোগ দিয়ে চীনা সেনাদের সহায়তা করে এবং জাপানের পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে শি জিনপিং তার ভাষণে যুক্তরাষ্ট্রের অবদান স্পষ্টভাবে উল্লেখ করেননি।

এদিকে ট্রাম্প সামাজিক মাধ্যমে ইঙ্গিত দেন, চীনের আয়োজনকৃত অনুষ্ঠানে বিদেশি নেতারা সম্ভবত যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যুক্ত। তবে চীনের ওয়াশিংটন দূতাবাস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বর্তমানে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক বিভিন্ন ইস্যুতে টানাপোড়েনে রয়েছে, যার মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধ, দক্ষিণ চীন সাগর এবং বাণিজ্য চুক্তি। তবু ট্রাম্প বলেন, তার ব্যক্তিগত সম্পর্ক শি জিনপিংয়ের সঙ্গে ইতিবাচক, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে সহায়তা করতে পারে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাসপোর্ট ছাড়াও ভারতে থাকতে পারবে বাংলাদেশিরা
পাসপোর্ট ছাড়াও ভারতে থাকতে পারবে বাংলাদেশিরা
২৬ বছরের প্রেমিকের হাতে ৫২ বছরের মহিলা খুন
২৬ বছরের প্রেমিকের হাতে ৫২ বছরের মহিলা খুন
বেইজিংয়ে বিশেষ সেনা কুচকাওয়াজে কিম-পুতিন-শি উপস্থিত
বেইজিংয়ে বিশেষ সেনা কুচকাওয়াজে কিম-পুতিন-শি উপস্থিত