• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তালশহরে লাইনচ্যুত বগি রেখেই ছাড়লো ট্রেন

তালশহর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার তালশহরে তিতাস কমিউটার ট্রেন রেল স্টেশনে লাইনচ্যুত হওয়া বগি রেখেই গন্তব্যের পথে ছেড়ে গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটির একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়।  

ঘটনার পর দ্রুত লাইনচ্যুত বগিটি আলাদা করার কাজ শুরু হয়। এরপর বাকি বগি নিয়ে ট্রেনটি নির্ধারিত গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে দুপুর ২টা ১০মিনিটে চলে আসে এবং সেখান থেকে যাত্রী নিয়ে ২টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

চাকা লাইনচ্যুত হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. নাজমুল হোসেন। আপ লাইন ও ডাউনের লুপ লাইনের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় যাত্রীদের ভোগান্তি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল