• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের ১ ঘণ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস আজ প্রায় এক ঘণ্টা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি সচিবের কার্যালয়ে  (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিটে শুরু হয়ে সাড়ে ৯টায় শেষ হয় বলে জানা গেছে।

পিটার হাস গত শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন। সফরের অংশ হিসেবে বুধবার তিনি কক্সবাজার সফর করেন এবং রাতেই ঢাকায় ফেরেন। 

তিনি ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে। গত বছরের জুলাই-আগস্টে গণআন্দোলনের কয়েক দিন আগে তিনি দায়িত্ব শেষ করে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফিরে যান। এরপর মার্কিন ফরেন সার্ভিস থেকে অবসর নিয়ে অক্টোবর মাসে বহুজাতিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে যোগ দেন। কোম্পানিটি বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করে।

কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে পিটার হাসের কাজের অভিজ্ঞতা তারা কাজে লাগাতে চায়। এর ফলে অবসর নেওয়ার পরও তিনি প্রায়ই বাংলাদেশ সফর করছেন।

এর আগে গত ৫ আগস্ট, জুলাই অভ্যুত্থানের বছরপূর্তিতে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কক্সবাজারে সফর করেন। সেই সময় গুঞ্জন ওঠে, তারা পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করেছেন। তবে ওয়াশিংটনভিত্তিক সূত্র জানিয়েছে, তখন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

এপ্রিল মাসেও তিনি ঢাকা সফর করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজিত বৈঠকে অংশ নিয়েছিলেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেন।

এবার ঢাকা সফরে এসে পিটার হাস পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করায় কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে জাতি
শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে জাতি
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা