• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বাক্ষর জাল করে অনাস্থা প্রত্যাহারের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

রাজবাড়ী প্রতিনিধি    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা উপজেলার ১০নং কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার মাহমুদ সুফলের বিরুদ্ধে ইউপি সদস্যদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। ইউপি সদস্যদের অভিযোগ, চেয়ারম্যান সুফল মাহমুদ ৬ জন সদস্যের স্বাক্ষর নকল করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর নিকট অনাস্থা প্রত্যাহারপত্র জমা দেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইউনিয়নের সকল সদস্য বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইউএনও’র কার্যালয়ে উপস্থিত হয়ে মৌখিকভাবে অভিযোগ দাখিল করেন এবং এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এসময় প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, “চেয়ারম্যান অধিকাংশ সময় ঢাকায় থাকায় পরিষদে নিয়মিত উপস্থিত হন না। বিশেষ করে গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি কার্যক্রমে অনিয়মিত হয়ে পড়েন। ফলে ইউনিয়নের কাজকর্ম স্থবির হয়ে পড়ে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। আমরা এসব কারণেই ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলাম। পরে চেয়ারম্যান আমাদের ৬ জনের স্বাক্ষর জাল করে অনাস্থা প্রত্যাহারপত্র জমা দেন। আমরা এতে কোনো স্বাক্ষর করিনি। এছাড়া অনাস্থা প্রত্যাহারের জন্য চেয়ারম্যান আমাদের নানা হুমকি-ধামকি দিয়ে চলেছেন।”

এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. তামজিদ হোসেন, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আফসার উদ্দিন, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য লিয়াকত আলী মোল্লা, ৪নং ওয়ার্ড ইউপি সদস্যআনিছুর রহমান, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য বাবুল হোসেন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আক্কাস আলী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য চম্পা খাতুন (১,২,৩ নং ওয়ার্ড), সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সুফিয়া খাতুন (৪,৫,৬ নং ওয়ার্ড), সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোকেয়া খাতুন (৭, ৮, ৯নং ওয়ার্ড)।

এ ব্যাপারে কসবামাজাইল ইউপি চেয়ারম্যান শাহারিয়ার সুফল মাহমুদ মুঠোফোনে বলেন, অনাস্থা প্রস্তাব ও অনাস্থা প্রত্যাহারের লিখিত আবেদন দুটিই ইউএনও স্যারের নিকট আছে। তিনি বিষয়টি তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে যেটা হয় সেটাই হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা বলেন, “অনাস্থা পত্র ও অনাস্থা প্রত্যাহার দুটিই পেয়েছি। পত্র দুইটি পর্যবেক্ষণ করে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগে গত ২০ আগস্ট ইউনিয়ন পরিষদের ১২ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ইউএনও বরাবর লিখিত আবেদন জমা দিয়েছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতকানিয়ায় নুডলস আটকে ৭ মাসের শিশুর মৃত্যু
সাতকানিয়ায় নুডলস আটকে ৭ মাসের শিশুর মৃত্যু
ভাইরাল ভিডিও নিয়ে ছাত্রদল সভাপতির সংবাদ সম্মেলন
ভাইরাল ভিডিও নিয়ে ছাত্রদল সভাপতির সংবাদ সম্মেলন
তালশহরে লাইনচ্যুত বগি রেখেই ছাড়লো ট্রেন
তালশহরে লাইনচ্যুত বগি রেখেই ছাড়লো ট্রেন