আমিরাতে হাটহাজারী সমিতির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা


সংযুক্ত আরব আমিরাতে হাটহাজারী সমিতির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল সিটির আল মদিনা রেস্টুরেন্টের হল রুমে সভার সভাপতিত্ব করেন আহ্বায়ক জসিম উদ্দিন তালুকদার (সিআইপি)।
সভাটি পরিচালনা করেন সদস্য সচিব মুজিবুল হক মঞ্জুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন নাসির উদ্দিন চৌধুরী।
বক্তারা বলেন, হাটহাজারী সমিতি একটি মানবিক সংগঠন। এটি সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুন মেনে বাংলাদেশের নাগরিকদের ভালো ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করে। বিশেষ করে হাটহাজারীবাসীরা যারা সমিতির সাথে যুক্ত থাকবেন, যেকোনো বিপদে বা প্রয়োজনে সমিতি তাদের পাশে থাকবে।
ভিওডি বাংলা/জা