• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন ইস্যুতে ষড়যন্ত্র করে লাভ হবে না- ফারুক

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পি.এম.
বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি-সংগৃহীত

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা পিআরের কথা বলছেন, যারা নির্বাচন হতে দিবেন না বলছেন, এটা করা সম্ভব নয়। এদেশের জনগণ ড. ইউনুসকে সমর্থন দিয়ে সরকার পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। 

তিনি বলেন, এবার দিনের ভোট রাতে হবে না। ১৪, ১৮ এবং ২৪ এর মতো ভোট হবে না। এবার ভোট হবে জনগণের যে খেলা, সেই খেলায় জয়লাভ করবে নির্বাচন কমিশন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত  সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করেছে গণতন্ত্র ফোরাম।

জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, ফেব্রুয়ারিতে যখন নির্বাচন ঘোষণা করলেন তখন অনেক গুঞ্জন আমরা শুনতে পাই। আমরা শুনতে পাই, নুরের উপর অত্যাচার। আমরা পিআরের কথা শুনতে পাই। আমরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুনতে পাই। 

আজকে যদি আবারও শাহাবুদ্দিনের মতো একটা নির্বাচন ড. মুহাম্মদ ইউনুস দিতে চায় তাহলে এই ষড়যন্ত্র আপনাদের না, এই ষড়যন্ত্র দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার ষড়যন্ত্রের সাথে 
একই সুর। —তিনি বলেন। 

কোনো ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না উল্লেখ করে ফারুক বলেন, দেশের ১৮ কোটি মানুষ জুলাই আগস্টের বিপ্লবের পর তারেক রহমানের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে। সেই পথকে বাঁধা দেয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এই ষড়যন্ত্রে দিল্লি এবং শেখ হাসিনার লাভ হবে। দয়া করে এই পথ থেকে সরে আসুন।  

রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে। কিন্তু, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাইকে এক থাকতে হবে। বাংলাদেশের সংবিধান নিয়ে আর কোনো কথা মানা যাবে না। আর নির্বাচন সংবিধান মেনে এই ইন্টেরিম গভর্মেন্টের অধীনে হবে।   

গণতন্ত্র ফোরামের সভাপতি এবং কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল ইসলামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈষম্যহীন জনকল্যাণ রাষ্ট্র গড়তে লেবার পার্টি দৃঢ়প্রতিজ্ঞ : ডা. ইরান
বৈষম্যহীন জনকল্যাণ রাষ্ট্র গড়তে লেবার পার্টি দৃঢ়প্রতিজ্ঞ : ডা. ইরান
ব্রাহ্মণবাড়িয়ার নাবিলের পাশে তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ার নাবিলের পাশে তারেক রহমান
নির্বাচন বানচাল ষড়যন্ত্রের উদ্যোক্তা আওয়ামী লীগ
নির্বাচন বানচাল ষড়যন্ত্রের উদ্যোক্তা আওয়ামী লীগ