• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হারিয়ে যাওয়া এনআইডি তোলা নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে যাওয়ার পর তা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়েননি এমন নাগরিক খুঁজে পাওয়া বিরল। এ অবস্থায় নাগরিক ভোগান্তি কমাতে হারিয়ে যাওয়া এনআইডি তুলতে আর জিডি করতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জনভোগান্তি দূর করতে ইসি জিডি করার এই নিয়ম বাতিল করে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
 
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।
 
তিনি বলেন, এনআইডি সেবা কীভাবে আরও সহজ করা যায়, সেটি নিয়েও পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।
 
জানা গেছে, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি।
 
সর্বশেষ প্রকাশিত হওয়া সম্পূরক ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় লাখ ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ছয় লাখ ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন। হিজড়া ভোটার ১২৩০ জন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪