সাকিবকে নিয়ে যা বললেন তামিম


বাংলাদেশ ক্রিকেটের দুই বড় নাম, তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। একসময় তাদের বন্ধুত্বের খবর শোনা গেলেও বর্তমানে তাদের অবস্থান সম্পূর্ণ আলাদা। রাজনৈতিক কারণে এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে আছেন সাকিব। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তামিম ইকবাল। তাদের এই পৃথক অবস্থান ক্রিকেটের পরিপ্রেক্ষিতে নতুন ধরণের আলোচনা ও নজর কাড়ছে।
সাকিব রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন। এ বিষয়ে তামিম বলেন, সে একজন একটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। যদি সে ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা তাকে যোগ্য মনে করেন, অবশ্যই সে জাতীয় দলের জন্য আবারও নির্বাচিত হবে। তাকে দেশে ফেরানো আমার হাতে নেই। এখানে আইনি বিষয় জড়িয়ে আছে।
তামিম আরও বলেন, দেশের পরিস্থিতি আমি নিয়ন্ত্রণ করতে পারব না। তার বিরুদ্ধে মামলা আছে। যদি সে সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের অনুশীলন করতে পারে, নিঃসন্দেহে তার জন্য দরজা খোলা থাকবে। সে বাংলাদেশের, কোনো বিদেশি ক্রিকেটার নয়।
জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে দেশে আসতেই হবে বলেও উল্লেখ করেন তামিম, কোর্টের মামলা পরিচালনা বা তুলে নেওয়া বিসিবির বিষয় নয়। সাকিবকে দেশে ফিরে অনুশীলন করতে হবে। এটা তার দেশ, তার ক্যারিয়ার, সব সিদ্ধান্ত তার।
তামিমের এই মন্তব্যে স্পষ্ট যে, সাকিবের জাতীয় দলে পুনরাগমন নির্ভর করবে মূলত তার ব্যক্তিগত ফিটনেস, আইনি পরিস্থিতি এবং নির্বাচকের সিদ্ধান্তের ওপর।
ভিওডি বাংলা/ এমএইচ