• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আলোচিত সন্ত্রাসী

ছোট সাজ্জাদের বিরুদ্ধে হত্যা মামলায় নতুন মোড়

চট্টগ্রাম প্রতিনিধি    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ পি.এম.
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের বিরুদ্ধে চলমান হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড় এসেছে। বাদী শুরুতে বলেছিলেন, আসামির জামিনে তার আপত্তি নেই। তবে পরে জানান, ভীতি ও চাপের মুখে ওই স্বাক্ষর করেছিলেন। এজন্য জামিনে আপত্তি না থাকার আবেদন বাতিলের জন্য আবারও আদালতে আবেদন করেছেন তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী ওই আবেদন নথিভুক্ত করার নির্দেশ দেন। আদালত সূত্র জানিয়েছে, বাদীর প্রকৃত ইচ্ছা ন্যায়বিচার পাওয়া।

হত্যাকাণ্ডের ঘটনা

গত বছরের ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকায় ওমর ফারুকের চায়ের দোকানের সামনে গুলি করে হত্যা করা হয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে (২৩)। পরদিন নিহতের বাবা মো. মুছা বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি সাজ্জাদ হোসেন (৩০) ও তার সহযোগীরা ঘটনাস্থলে শটগানসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এ মামলায় আরও আসামি করা হয়েছে মো. হাসান (৩৬), মোহাম্মদ (২৮), মো. খোরশেদ (৪০), মো. হেলাল (৩৫) এবং অজ্ঞাতনামা ৩-৪ জনকে।

ভয় দেখিয়ে স্বাক্ষর নেয়ার অভিযোগ

বাদী মো. মুছা অভিযোগ করেছেন, ১৭ আগস্ট আসামিরা ভয়-ভীতি দেখিয়ে আদালতে একটি বিশেষ দরখাস্তে স্বাক্ষর করান। তাতে বলা হয়েছিল, আসামিরা জামিন পেলে তিনি আপত্তি করবেন না। পরে তিনি জানান, সেই স্বাক্ষর ছিল চাপের মুখে দেওয়া। তার একমাত্র উদ্দেশ্য ন্যায়বিচার পাওয়া।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট নুসরাত জাহান কালবেলাকে বলেন, “ছোট সাজ্জাদ ও তার সহযোগীরা মামলায় জোর প্রয়োগ করেছে। তাই বাদী তার দরখাস্ত বাতিল করতে আবেদন করেছেন। আদালত তা নথিভুক্ত করেছেন।”

সাজ্জাদের অপরাধচক্র

সাজ্জাদ হোসেন পেশাদার খুনি ও চাঁদাবাজ হিসেবে চট্টগ্রামে পরিচিত। বিদেশে পলাতক জামায়াত-শিবির নেতাদের সহযোগী হিসেবে অপরাধ জগতে প্রবেশ করেন তিনি। হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে। গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের অভিযোগ, নগরের বিভিন্ন এলাকায় ১৫-২০ জনের বাহিনী নিয়ে দাপিয়ে বেড়ান ছোট সাজ্জাদ। তার কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসিনাসহ ৪০ জনের নামে ৩ সাক্ষীর অভিযোগ দায়ের
হাসিনাসহ ৪০ জনের নামে ৩ সাক্ষীর অভিযোগ দায়ের
অভিনেতা সিদ্দিকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
অভিনেতা সিদ্দিকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ডাকসু নির্বাচনে বাধা নেই
ডাকসু নির্বাচনে বাধা নেই