যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক প্রায় অর্ধেক কমালো ট্রাম্প


যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির আমদানি শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ আলোচনার পর এই চুক্তির অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রে বিশাল অঙ্কের বিনিয়োগেও রাজি হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা জানিয়েছে। এতে টয়োটা, হোন্ডা ও নিসানসহ অন্যান্য জাপানি গাড়ি নির্মাতাদের জন্য অনিশ্চয়তা কিছুটা কমবে।
চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় সব জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর মধ্যে গাড়ি ও ওষুধও অন্তর্ভুক্ত। পাশাপাশি টোকিও ৫৫০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন প্রকল্পে বিনিয়োগ করবে এবং ধীরে ধীরে আমেরিকান পণ্যগুলোর জন্য বাজার উন্মুক্ত করবে।
বিশ্বজুড়ে রপ্তানিনির্ভর জাপানের জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশটির মোট রপ্তানির প্রায় ২০ শতাংশই গাড়ি। এর আগে আগস্টে ট্রাম্পের শুল্ক কার্যকর হওয়ার পর বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল। টয়োটা জানিয়েছিল, শুধুমাত্র শুল্কের কারণে তারা চলতি বছর প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে পারে।
ভিওডি বাংলা/জা