মিঠুন বললেন: ক্রিকেটের জয়, ব্যক্তিগত নয়


একদিন আগে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন। মাত্র ৩৪ বছর বয়সে এই দায়িত্ব নেওয়ার পর মিঠুন বলেছেন, “এটা কোনো ব্যক্তিগত জয় নয়, বরং ক্রিকেটের জয়।”
ফলাফল ঘোষণার পর তিনি বলেন, “এই নির্বাচন শুধুই জয়-পরাজয়ের বিষয় নয়, বরং ক্রিকেটারদের একত্রিত হওয়ার একটি অনন্য সুযোগ। নতুন অনেক সাবেক ক্রিকেটারের সঙ্গে পরিচয় হয়েছে, যাদের আগে আমরা জানতাম না।”
নবনির্বাচিত সভাপতি ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্ককে পারিবারিক বন্ধন হিসেবে দেখছেন। তিনি বলেন, “ক্রিকেটাররা বিসিবির, বিসিবি ক্রিকেটারদের। এটা একটা পরিবার। ক্রিকেটাররা সমস্যা সম্মুখীন হলে স্বাভাবিকভাবেই বিসিবির কাছে তা তুলে ধরবে। বিসিবি আমাদের অভিভাবক।”
মাঠে খেলার পাশাপাশি সভাপতির দায়িত্বকে তিনি সেবামূলক কাজ হিসেবে দেখেন। মিঠুন বলেন, “আমার প্রথম কাজ ক্রিকেট খেলা। তবে দায়িত্বও উপেক্ষা করব না। সবাই দায়বদ্ধতার সঙ্গে কাজ করবে।”
তিনি স্বীকার করেন যে, রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে প্রতিশ্রুতি দিয়েছেন, কমিটি কখনো নিষ্ক্রিয় থাকবে না এবং সমস্যা চিহ্নিত করে ধীরে ধীরে সমাধানের পথে এগোবে।
ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় আপসহীন থাকার প্রতিশ্রুতি দিয়ে মিঠুন বলেন, “সমস্যা সমাধান প্রথমে আলোচনার মাধ্যমে করা হবে। তবু প্রয়োজনে কঠিন পথও নেওয়া হবে। গুরুত্বপূর্ণ হলো, ক্রিকেটারদের স্বার্থ আগে।”
ভিওডি বাংলা/জা