• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আরও ৩ দলের বিশ্বকাপ নিশ্চিত

স্পোর্টস ডেস্ক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ২০২৬ বিশ্বকাপের আসর। ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিয়েছিল ৩২টি দল। এবার ফিফা বাড়িয়ে তা দাঁড় করিয়েছে ৪৮ এ। এর মধ্যে ১৬টি দল (স্বাগতিক ৩ দেশ ও বাছাইপর্ব থেকে ১৩) ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে।

দক্ষিণ আমেরিকার বাছাই প্রায় শেষের পথে, আর মাত্র একটি রাউন্ড বাকি। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচগুলোতে নতুন করে বিশ্বকাপ নিশ্চিত করেছে উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে। এর আগে আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর টিকিট পেয়ে গিয়েছিল। এতে সরাসরি ছয় দলের কোটা পূর্ণ হয়েছে, আরেকটি দল প্লে-অফ থেকে উঠবে।

এদিন উরুগুয়ে ৩-০ গোলে হারায় পেরুকে, কলম্বিয়া একই ব্যবধানে হারায় বলিভিয়াকে এবং গোলশূন্য ড্র করেও জায়গা নিশ্চিত করে প্যারাগুয়ে (ইকুয়েডরের বিপক্ষে)। অন্য ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে ভেনেজুয়েলাকে ও ব্রাজিল একই ব্যবধানে চিলিকে হারায়। ১৭ রাউন্ড শেষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা (৩৮ পয়েন্ট), এরপর ব্রাজিল (২৮), উরুগুয়ে (২৭), ইকুয়েডর (২৬), কলম্বিয়া (২৫) ও প্যারাগুয়ে (২৫)।

২০২৬ বিশ্বকাপে মোট ৪৩ দেশ সরাসরি জায়গা পাবে বাছাইপর্ব থেকে। বাকি ৫ দল উঠবে প্লে-অফ খেলে। স্লট বণ্টন হবে এভাবে-ইউরোপ (উয়েফা) ১৬, আফ্রিকা (সিএএফ) ৮, এশিয়া (এএফসি) ৮, দক্ষিণ আমেরিকা (কনমেবল) ৬, উত্তর আমেরিকা (কনকাকাফ) ৬ এবং ওশেনিয়া (ওএফসি) ১। অতিরিক্ত দুটি দল নির্ধারিত হবে প্লে-অফ থেকে।

এখন পর্যন্ত নিশ্চিত দলগুলো

স্বাগতিক দেশ : যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা
এশিয়া : জাপান (২০ মার্চ), ইরান (২৫ মার্চ), জর্ডান (৫ জুন), দক্ষিণ কোরিয়া (৫ জুন), উজবেকিস্তান (৫ জুন), অস্ট্রেলিয়া (১০ জুন)
ওশেনিয়া : নিউজিল্যান্ড (২৪ মার্চ)
দক্ষিণ আমেরিকা : আর্জেন্টিনা (২৫ মার্চ), ব্রাজিল (১০ জুন), ইকুয়েডর (১০ জুন), উরুগুয়ে (৫ সেপ্টেম্বর), কলম্বিয়া (৫ সেপ্টেম্বর), প্যারাগুয়ে (৫ সেপ্টেম্বর)

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবকে নিয়ে যা বললেন তামিম
সাকিবকে নিয়ে যা বললেন তামিম
আর্জেন্টিনারসহ পাঁচ দেশকে ফিফার শাস্তি
আর্জেন্টিনারসহ পাঁচ দেশকে ফিফার শাস্তি
কাজাখস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ
কাজাখস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ