• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইউএনওর আশ্বাসে ভাঙ্গায় অবরোধ প্রত্যাহার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে আলগী ও হামিদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার (৫ সেপ্টেম্বর) এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন। তারা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রায় চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখেন। 

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির প্রতি সহমত প্রকাশ করে আশ্বাস দেন। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ভাঙ্গা উপজেলার ঐতিহ্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আন্দোলনকারীরা প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তিন দিনের আল্টিমেটাম দিয়ে দুপুর সোয়া ১২টার দিকে অবরোধ তুলে নেন। তারা জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে দাবি না মানা হলে পুনরায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ‍“অবরোধ চলাকালে কোনো সহিংসতা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি।”

স্থানীয়রা বলছেন, ভাঙ্গাকে বিভক্ত করার সিদ্ধান্ত অযৌক্তিক এবং এটি বাস্তবায়ন হলে এলাকার সামাজিক ও প্রশাসনিক ভারসাম্য নষ্ট হবে। তারা সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুরে আতিকের লিফলেট বিতরণ ও আলোচনা সভা
নাগরপুরে আতিকের লিফলেট বিতরণ ও আলোচনা সভা
মানুষের অন্তরের সাথে সম্পর্ক স্থাপন করাই প্রকৃত রাজনীতি: ফিরোজী
মানুষের অন্তরের সাথে সম্পর্ক স্থাপন করাই প্রকৃত রাজনীতি: ফিরোজী
ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের শোকজ ঘিরে বিতর্ক
ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের শোকজ ঘিরে বিতর্ক