• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের উলিপুরে আব্দুল আলীম (৪৫) নামের এক রাজ মিস্ত্রির গলায় ফাঁস ঝুলানো মরদেহ উদ্ধার করেছে উলিপুর থানা পুলিশ। আব্দুল আলীম পাচপীর বাজার এলাকার ইউসুফ আলীর ছেলে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল আলীম পেশায় রাজমিস্ত্রী ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তাকে বাসায় দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন তার পরিবারের লোকজন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসী পার্শ্ববর্তী আউয়াল মিয়ার বাগানে গাছের ডালে গলায় রশি সহ ঝুলন্ত অবস্থায় আলীমের মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ আলীমের মরদেহ উদ্ধার করেন। আলীমের মাথায় সমস্যা থাকার কারণে এরকম ঘটনা ঘটিয়েছেন বলে দাবী পরিবারের। আব্দুল আলীম ২ সন্তানের জনক বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা