• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-আগুন

নিজস্ব প্রতিবেদক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর চলছে। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ হামলা ও ভাঙচুর শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরপরই কিছু লোক জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয়ের বিভিন্ন অংশে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পুলিশ পর্যায়ক্রমে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে কার্যালয়ের পাশে অবস্থান নিয়েছে। জলকামান থেকে পানি ছিটিয়ে কার্যালয়ের আগুন নেভানোর চেষ্টা চলছে।

এদিকে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ীতে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীতে ৫০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ৩
রাজধানীতে ৫০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ৩
মগবাজারে দরজা ভেঙে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মগবাজারে দরজা ভেঙে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার