• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এখনো চূড়ান্ত বিজয়ের জন্য লড়ছি : রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটলেও চূড়ান্ত বিজয়ের জন্য এখনও লড়াই করে যাওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি।

রাশেদ খাঁন তার পোস্টে লিখেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকারের পতনের পর ‘বিজয়’ উদযাপন তখনই করা যায়, যখন সেই সরকারের তৈরি ফ্যাসিবাদী কাঠামো পুরোপুরি বিনাশ করা সম্ভব হয়। আমরা অনেকেই মনে করছি আমরা পুরোপুরি বিজয়ী হয়েছি, কিন্তু না– আমরা এখনো চূড়ান্ত বিজয়ের জন্য লড়ছি।

এরপর বিপ্লবী শক্তিকে সতর্ক করে তিনি লেখেন, এই লড়াইয়ে যদি আমরা একতাবদ্ধ না থাকি, আর নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি করি, তবে আমরা চূড়ান্ত বিজয় থেকে ছিটকে পড়ব। তাই গণ-অভ্যুত্থান শক্তির মধ্যে সর্বাত্মক ঐক্য অপরিহার্য।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক লিখেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটলেও প্রতিঅভ্যুত্থানের মাধ্যমে তারা আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করতে পারে।

রাশেদ খাঁন লেখেন, আমাদের কেউ যদি লক্ষ্যচ্যুত হয়, তবে বাকিদের দায়িত্ব হবে তাকে চূড়ান্ত বিজয়ের পথে আহ্বান করা, ঐক্যবদ্ধ রাখা। মনে রাখতে হবে– চূড়ান্ত বিজয় ছাড়া আপনি, আমি কেউই নিরাপদ নই।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির : শামীম পাটোয়ারী
এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির : শামীম পাটোয়ারী
হাসিনাবিহীন বাংলাদেশে ক্ষমতার লড়াই চলছে : মোস্তফা ফিরোজ
হাসিনাবিহীন বাংলাদেশে ক্ষমতার লড়াই চলছে : মোস্তফা ফিরোজ
নুরের ওপর হামলা নিয়ে ইশরাকের ফেসবুক পোস্ট
নুরের ওপর হামলা নিয়ে ইশরাকের ফেসবুক পোস্ট