ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে কুমারখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া কুমারখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৫ সেপ্টেম্বর ) বিকেলে কুমারখালী শহরে উপজেলা গণঅধিকার পরিষদ ও ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি শহীদ গোলাম কিবরিয়া সেতুর সামনে থাকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুমারখালী বাসস্ট্যান্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানান হয়। তারা বলেন, আপা গেছে যে পথে জাতীয় পার্টি যাবে সেই পথে।
কুমারখালী উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি, এডভোকেট তানভীর রয়েল এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদের সিনিয়র সহ - সভাপতি শাকিল আহমেদ তিয়াস, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, কুষ্টিয়া শহর গণ অধিকার পরিষদের সভাপতি , এম এ সাহেদ ভিপি (রঞ্জু), জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি , রাজিজুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের ওপর সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার একটি ঘৃণ্য চেষ্টা।
যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস বলেন, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখার সকল অপচেষ্টা ব্যর্থ হবে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে। পুলিশ ও সেনাবাহিনীর যোগসাজশে এই হামলা ঘটানো হয়েছে। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ভিপি নুরের উপর হামলার বিচার না হলে আবারও জুলাই বিপ্লব হবে।
বিক্ষোভ সমাবেশে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ