• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজদের তালিকা ঝুলবে: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি    ৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এ.এম.
সারজিস আলম-ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে কাউকেই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো হতে দেওয়া হবে না। যারা চোর, বাটপার, চাঁদাবাজ ও হুমকিদাতা-তাদের নাম-ঠিকানার সঙ্গে বাবা-মায়ের নাম প্রকাশ্যে তালিকা আকারে ঝুলিয়ে দেওয়া হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে আয়োজিত রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় তিনি এ বক্তব্য দেন।

সারজিস আলম বলেন, দেশের বড় বড় নেতারা বাইরে ভালো কথা বললেও কেউ বালু উত্তোলনে, কেউ রাতের আঁধারে পাথর তুলতে, আবার কেউ মামলা বাণিজ্য ও চাঁদাবাজিতে ব্যস্ত। তেঁতুলিয়ার বিএনপি নেতাদের এসব কর্মকাণ্ড সম্পর্কেও তাদের কাছে তথ্য আছে।

ছাত্রদলের নতুন কমিটি প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, “পঞ্চগড় জেলা ছাত্রদল স্কুলে স্কুলে কমিটি দিয়ে ছাত্র রাজনীতির নামে লেজুরবৃত্তির পরিবেশ তৈরি করছে। যেটি শেখ হাসিনা ও ছাত্রলীগও করার সাহস দেখায়নি।” তিনি স্পষ্ট করেন, স্কুল-কলেজে আহ্বায়ক কমিটির নামে অযোগ্য ব্যক্তিদের চাপিয়ে দেওয়ার রাজনীতি আর চলবে না।

এসময় দলের নেতাকর্মীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগামী ১৫ অক্টোবরের মধ্যে পঞ্চগড় জেলা ও পৌরসভায় এনসিপির কমিটি গঠনের ঘোষণা দেন সারজিস আলম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না : আযম খান
আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না : আযম খান
যুবদলনেতা জুয়েলের উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল
যুবদলনেতা জুয়েলের উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল
টায়ার জ্বালিয়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
টায়ার জ্বালিয়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ