• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টঙ্গীবাড়িতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি    ৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এ ঘটনায় আরও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টঙ্গীবাড়ী উপজেলার কাঠদিয়া গ্রামের রহমতুল্লাহ বেপারী (৬৫)। শেষ খবর পাওয়া পর্যন্ত তার দাফনের প্রস্তুতি চলছিল। 

এর আগে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে একই কারণে চারজনের মৃত্যু হয়।

মৃতরা হলেন-কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন টঙ্গীবাড়ী উপজেলার বাসিন্দা এবং বাকি দুজন সদর উপজেলার বাসিন্দা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণার পরপরই নাগরপুরে আনন্দ মিছিল
তফসিল ঘোষণার পরপরই নাগরপুরে আনন্দ মিছিল
ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমন হবে প্রধান অগ্রাধিকার: নবাগত পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমন হবে প্রধান অগ্রাধিকার: নবাগত পুলিশ সুপার
যারা স্বপ্ন দেখছেন ভোট দেবেন, আমরা সে পরিবেশ নিশ্চিতে কাজ করছি
এসপি আনোয়ার জাহিদ যারা স্বপ্ন দেখছেন ভোট দেবেন, আমরা সে পরিবেশ নিশ্চিতে কাজ করছি