মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে ৩৭৭ বাংলাদেশি আটক


মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭৭০ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি। বুধবার (৪ সেপ্টেম্বর) দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।
বারনামা জানায়, মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান বেদারা সড়কের একটি ভবনে অভিযান চালানো হয়। এ সময় আতঙ্কিত হয়ে কয়েকজন ভবনের ছাদে উঠে পড়েন, আবার কেউ টেবিলের নিচে লুকানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত সবাইকে আটক করা হয়।
অভিবাসন দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বসরি ওসমান জানান, বিদেশিরা সামাজিক অনুষ্ঠানের আড়ালে নিয়মিত ওই ভবনে জড়ো হতেন। গত তিন সপ্তাহ ধরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, অভিযানে ভবনটির ভেতরে সিসিটিভি নিয়ন্ত্রিত একটি অনলাইন জুয়ার আখড়া পাওয়া যায়। কর্মকর্তারা যখন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন, তখনো সাতজন বিদেশি জুয়া খেলায় মত্ত ছিলেন।
পুরো ভবনে তল্লাশি চালিয়ে ২ হাজার ৪৪৫ জনের নথিপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১ হাজার ৬০০ জন ছিলেন বিদেশি, আর ৮৪৫ জন মালয়েশিয়ার নাগরিক। যাচাই শেষে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭৭০ বিদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি, ২৩৫ জন মিয়ানমারের, ৭২ জন নেপালের, ৫৮ জন ভারতের এবং ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক। তাদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে।
প্রাথমিকভাবে আটককৃতদের পুত্রজায়ায় অভিবাসন দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বুকিত জলিল ও লেংগেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/জা