• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৪৪৭ হিজরী:

আজ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

নিজস্ব প্রতিবেদক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এ.এম.
তারেক রহমান-ছবি সংগৃহীত

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মানবজাতির মুক্তির দিশারী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমনের এ দিনটি মুসলিম উম্মাহ গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উদযাপন করছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতিকে কলুষমুক্ত করে সত্য, ন্যায় ও মানবতার পথে পরিচালিত করেছেন। তাঁর মাধ্যমে পৃথিবী পেয়েছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল-কোরআন, যা মানুষের মুক্তি ও কল্যাণের নির্দেশনা বহন করে।

আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে তিনি আবির্ভূত হয়ে সত্য, ন্যায়বিচার, ইনসাফ, সহনশীলতা ও সমতার সমাজ প্রতিষ্ঠা করেন। অবহেলিত, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিশুদের প্রতি দায়িত্বশীলতা, নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠা, দয়া, ক্ষমা ও পরমতসহিষ্ণুতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন তিনি।

আজকের দিনে তাঁর জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয়। তাঁর সততা, মহানুভবতা, ধৈর্য, আত্মত্যাগ ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস মানবজাতির জন্য সর্বকালের সর্বোত্তম শিক্ষা।

পবিত্র এ দিনে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেন মহানবী (সা.) এর শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি।

অশেষ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী সাইয়েদুল মুরসালিন হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ পবিত্র আশুরা: শোক ও ত্যাগের মহিমাময় দিন
আজ পবিত্র আশুরা: শোক ও ত্যাগের মহিমাময় দিন
৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা
৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা
আশুরা ৬ জুলাই
আশুরা ৬ জুলাই