• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৪৪৭ হিজরী:

আজ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

নিজস্ব প্রতিবেদক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এ.এম.
তারেক রহমান-ছবি সংগৃহীত

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মানবজাতির মুক্তির দিশারী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমনের এ দিনটি মুসলিম উম্মাহ গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উদযাপন করছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতিকে কলুষমুক্ত করে সত্য, ন্যায় ও মানবতার পথে পরিচালিত করেছেন। তাঁর মাধ্যমে পৃথিবী পেয়েছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল-কোরআন, যা মানুষের মুক্তি ও কল্যাণের নির্দেশনা বহন করে।

আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে তিনি আবির্ভূত হয়ে সত্য, ন্যায়বিচার, ইনসাফ, সহনশীলতা ও সমতার সমাজ প্রতিষ্ঠা করেন। অবহেলিত, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিশুদের প্রতি দায়িত্বশীলতা, নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠা, দয়া, ক্ষমা ও পরমতসহিষ্ণুতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন তিনি।

আজকের দিনে তাঁর জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয়। তাঁর সততা, মহানুভবতা, ধৈর্য, আত্মত্যাগ ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস মানবজাতির জন্য সর্বকালের সর্বোত্তম শিক্ষা।

পবিত্র এ দিনে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেন মহানবী (সা.) এর শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি।

অশেষ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী সাইয়েদুল মুরসালিন হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের প্রবীণ আলেম মুফতি আহমদুল্লাহর ইন্তেকাল
দেশের প্রবীণ আলেম মুফতি আহমদুল্লাহর ইন্তেকাল
দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
আজ সন্ধ্যায় জানা যাবে ঈদে মিলাদুন্নবীর তারিখ
আজ সন্ধ্যায় জানা যাবে ঈদে মিলাদুন্নবীর তারিখ