ফুটবলে বাংলাদেশের দুই ম্যাচ আজ


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশে সরকারি ছুটি। তবুও দেশের ফুটবলে ব্যস্ততা নেই বলে নয়। আজ দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ।
নেপালে জামাল ভূঁইয়ারা এবং তার দলের খেলোয়াড়রা প্রীতি ম্যাচে নামবেন, আর ভিয়েতনামে শেখ মোরসালিনরা ইয়েমেনের বিপক্ষে খেলবেন এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইপর্বে।
এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে বাংলাদেশের জন্য আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়েমেনের বিপক্ষে জিততেই হবে, কারণ ড্র করলে গ্রুপ রানার্সআপ হওয়ার সম্ভাবনা থাকলেও মূল পর্বে খেলাটা সহজ হবে না। এই ম্যাচে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম খেলবেন।
আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায় মোরসালিনরা ভিয়েতনামের মাঠে নামবেন। ইয়েমেনের ম্যাচ চলাকালীন সময়ে, নেপালের কাঠমান্ডুতে জামাল ভূঁইয়ারার দল খেলবে। বাংলাদেশ সময় পৌনে ৬টায় নেপালের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে। নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা ইনজুরির কারণে আজকের ম্যাচে খেলছেন না।
উভয় ম্যাচই জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের অক্টোবরের এশিয়ান কাপ বাছাই প্রস্তুতির অংশ।
ভিওডি বাংলা/জা