• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের ভেতরে গভীর একটি চক্রান্ত চলছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে মাজারে আক্রমণের ঘটনা ‘আন্তর্জাতিক চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই ধরনের যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে। তৌহিদী জনতার নামে কারা এই কাজগুলো করছেন? অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোন ষড়যন্ত্র আছে। বাংলাদেশ যে একটি উদার নৈতিক দেশ, বাংলাদেশের যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করে… এই দেশের পূজা মন্ডপ পাহারা দেয় আলেম ওলামারা… সেই দেশে মাজার ভাঙ্গা, মাজারের লাশ পুড়িয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে। এটা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি।’

প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা অনেককে নিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য। এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা.. এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে হবে। কারা এটার সাথে? কেন এই কথাগুলো বারবার আসছে? আমি সরকারকে বলতে চাই, আমার কেন জানি মনে হচ্ছে, ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলেও দেখেছি….তখন তো মাজার আক্রমনের কথা শুনিনি, তখন তো আমরা মাজারের কোন লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেশ। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে?’

শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে ‘তৌহিদি জনতা’ পরিচয়ে নরুল হক ওরফে ‘নুরাল পাগলা’ এর কবর, বাড়ি ও দরবার শরিফে হামলার ঘটনা ঘটে।কবর থেকে মরদেহ তুলে মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে আগুন দিয়ে পুঁড়িয়ে দেয় হামলাকারীরা।

শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গে টেনে রিজভী বলেন, ‘শেখ হাসিনা বলতেন বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি পাকিস্তান পন্থি দল, বিএনপি ইসলামী জঙ্গিদেরকে প্রশ্রয় দিচ্ছে… এসব অপতথ্য এবং অপপ্রচার করতেন। এই অপতথ্য অপপ্রচার করার পরেও উনি এটা কোনোভাবেই প্রমাণ করতে পারেনি। আরে ভাই, আমাদের উপরে যখন বিপদ আসে আমরা দেশেই থাকি, আমাদের নেত্রী দেশেই থাকেন, মিথ্যা মামলায় ছয় বছর নির্যাতনে কারাবন্দী অবস্থায় থাকেন।’

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচের তলায় বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

‘আওয়ামী লীগ কী পন্থি দল?’

রিজভী বলেন, ‘আমরা(বিএনপি) কোন পন্থি দল নই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ পন্থি দল। আপনারা (আওয়ামী লীগ) কী পন্থি আপনারা নিজেরাই প্রমাণ করেছেন। ১৯৮১ সালে যখন ফিরলেন…জিয়াউর রহমান ফেরার অনুমতি দিলেন তখন আপনি(শেখ হাসিনা ) কোন দেশ থেকে এসেছিলেন? আবার ৫ আগস্টে কোন দেশে পালিয়ে গেলেন? আপনাদের অধিকাংশ লোক কোন দেশে পালিয়ে গেছে?  এটা জনগণ দেখেছে।’

তিনি বলেন, ‘এখন সেই দেশ থেকে পালিয়ে থেকে অডিও বার্তা-ভিডিও বার্তা শুনি… যে তোমরা উল্টে দাও, পাল্টে দাও, কারো হাত ভেঙ্গে দাও, কারো পা ভেঙ্গে দাও… এটা কিভাবে সম্ভব? কে কোন পন্থির সেটা তো নিজেরাই প্রমাণ দিচ্ছে। এখন কিছু দল আমাদেরকে আবার ভারতপন্থি বলছেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন পন্থি  বলার পরেও তারা নিজেরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করেছেন ওরা বাংলাদেশ পন্থি নয়। আর বিএনপি এই দেশ, এই জাতি, এদেশের মানুষের আহবামানকালে সংস্কৃতি এবং এদেশের মানুষ যে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে… সেটাকেই লালন করে বিএনপি।’

মহানবী হযরত মুহাম্মদ (সা.) জীবনাদর্শ সকলকে অনুসরনের আহ্বান জানান রিজভী। মিলাদ মাহফিলে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী, আসাদুল করিম শাহিন, আবদুস সাত্তার পাটোয়োরি, ওলামা দলের কাজী মো. সেলিম রেজা ও কাজী মোহাম্মদ আবুল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে মাজার হামলা: এনসিপির তীব্র নিন্দা
রাজবাড়ীতে মাজার হামলা: এনসিপির তীব্র নিন্দা
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ঘটনায় বিএনপি‌’র নিন্দা
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ঘটনায় বিএনপি‌’র নিন্দা
বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ