অষ্টগ্রামে বাইক দুর্ঘটনায় নিহত ১, আহত ২


কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কে ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় নিথর হলো রাকিব (২৫) নামে এক ব্যবসায়ীর। এসময় আহত হন অপর দুই বন্ধু।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ) দুপুরে সড়কের অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত রাকিব ময়মনসিংহ জেলার সদর উপজেলার বাবুখালী গ্রামের আবদুল মজিদের ছেলে। গুরুত্ব আহত অন্য আরোহীরা হলেন, একই এলাকার মজিদ মিয়ার ছেলে রানা মিয়া (১৮) ও শরীফ মিয়ার ছেলে তুহিন মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ময়মনসিংহ সদর উপজেলার বাবুখালী গ্রামের নতুন বাজারের ব্যবসায়ী রাকিব মিয়া তিন বন্ধ মিলে বাইক নিয়ে অষ্টগ্রাম হাওরে ঘুরতে আসেন।
দুপুরে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় দ্রুত গতিতে বাইক চালানোর সময়, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইশ মিটার সেতুর খুঁটিতে আঘাত করে। এতে, তিন বন্ধু ছিটকে পড়ে ঘটনাস্থলে রাকিব মিয়া নিহত হন।
এসময় পথচারীরা আহত রানা ও তুহিন কে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পুঙ্গ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রহুল আমিন জানান, নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ