• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মহাকাশে আছি, অক্সিজেন কিনতে হবে বলে অর্থ নিলো প্রতারক

আন্তর্জাতিক ডেস্ক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জাপানের ৮০ বছর বয়সী এক নারী অনলাইনে পরিচিত হওয়া প্রতারকের কাছে প্রায় ৯ লাখ টাকা হারিয়েছেন। প্রতারক নারীকে জানিয়েছিলেন, তিনি নভোচারী এবং মহাকাশ অভিযানে আছেন। তিনি জানান, হামলার শিকার হয়েছেন এবং এখন অক্সিজেন কেনার জন্য অর্থ প্রয়োজন।

সংবাদমাধ্যম সিবিএস নিউজ ২ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানায়, গত জুলাইয়ে অনলাইনে একজনের সঙ্গে পরিচয় হয় ৮০ বছর ওই নারীর। তিনি জাপানের সর্ব উত্তরের দ্বীপের বাসিন্দা। এই বৃদ্ধার সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে এক ব্যক্তি সামাজিকমাধ্যমে পরিচিত হন।

কিছুদিন যাওয়ার পর ওই প্রতারক নারীকে জানায়, সে একজন নভোচারী। বর্তমানে একটি অভিযানে মহাকাশে আছে। কিন্তু হামলার কবলে পড়ে মহাকাশে বিপদে পড়েছে। এখন অক্সিজেন কিনতে তার অর্থ লাগবে। প্রতারক তখন তাকে অর্থ পাঠাতে বলে।
 
ওই নারী একাই থাকতেন। কয়েকদিন কথা বলার পর ওই ব্যক্তির সঙ্গে তার ভালো সম্পর্ক গড়ে ওঠে। তিনি একাকিত্ব কাটাতে তার সঙ্গে কথা বলতেন। অর্থ চাওয়ার পর তিনি সরল মনে সেটি প্রতারককে দেন। সরলতার সুযোগ নিয়ে ওই প্রতারক তার কাছ থেকে বাংলাদেশি অর্থে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেয়। 

অর্থ নেওয়ার পর বৃদ্ধার সঙ্গে প্রতারক সব যোগাযোগ বন্ধ করে দেয়।

জাপানের বেশিরভাগ মানুষ বয়স্ক। এ কারণে প্রতারকরা জাপানিদের সঙ্গে প্রতারণার চেষ্টা করে। তাদের টার্গেট থাকে একাকিত্বে ভোগা বয়স্ক মানুষ।

স্থানীয় পুলিশ সতর্ক করেছেন, সামাজিক মাধ্যমে পরিচিতদের কাছ থেকে অর্থ চাইলে তা প্রতারণা হতে পারে এবং এ ধরনের ঘটনার ক্ষেত্রে পুলিশকে জানাতে হবে।

জাপানের একাকী বয়স্ক নাগরিকরা প্রায়শই প্রতারকদের লক্ষ্যবস্তু হয়। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কর ফাঁকির দায় স্বীকার করে যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগ
কর ফাঁকির দায় স্বীকার করে যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগ
হুমকির বার্তার পর মুম্বাইজুড়ে কড়াকড়ি নিরাপত্তা
হুমকির বার্তার পর মুম্বাইজুড়ে কড়াকড়ি নিরাপত্তা
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল