• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন: জাহিদ

নিজস্ব প্রতিবেদক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে।  ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচার জনগণের অধিকার হরণ করার পায়তারা করছে।”

ডা. জাহিদ বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারা ষড়যন্ত্র করছে। তিনি পিআর পদ্ধতিকে বেআইনি দাবি উল্লেখ করে বলেন, “সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেয়া যায় না; আবেগে না ভেসে জনআকাঙ্খা বুঝতে হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত : রুমন
জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত : রুমন
কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে : আমিনুল হক
কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে : আমিনুল হক
জিয়াউর রহমান আমার চেয়েও বড় মুক্তিযোদ্ধা: কাদের সিদ্দিকী
জিয়াউর রহমান আমার চেয়েও বড় মুক্তিযোদ্ধা: কাদের সিদ্দিকী