• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মানিকছড়িতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করার লক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রকিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হালদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর, সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম রকি, আইয়ুব আলী ডালিম ও সিনিয়র সদস্য শাহরিয়ার বেলাল।

কর্মীসভায় কেন্দ্রীয় বলেন, 'আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তা’ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি অদৃশ্যশক্তি নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি’র নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতা-কর্মীকে রাজপথে থাকতে হবে'। পাশাপাশি আগামি জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভুঁইয়াকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, মো. কামাল হোসেন, আবুল কালাম, সদস্য মহিন উদ্দিন, মানিকছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এনায়েত হোসেন, বাটনাতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জসিম উদ্দিন, তিনটহরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আয়নাল হোসেন ভূইয়া ও যোগ্যাছোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আবদুল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল