• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনায় আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

পাবনা প্রতিনিধি    ৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলার বাসিন্দারা রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন।

অবরোধকারীরা দাবি করেন, বেড়া উপজেলা অন্যায়ভাবে পাবনা-১ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। তারা জানান, বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনের কারণে সাঁথিয়ার সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন।

বিক্ষোভে নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাবিবুল ইসলাম জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
নববধূ তামান্নার মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা?
নববধূ তামান্নার মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা?
টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় দুর্বৃত্তদের হামলা
টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় দুর্বৃত্তদের হামলা