• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল, তবে গত কয়েক দিনের ঘটনায় এটি কিছুটা খারাপের দিকে গেছে। আমরা চেষ্টা করব এটি আগের পরিস্থিতিতে ফিরিয়ে আনার।"

রাজবাড়ীতে সাম্প্রতিক অস্থিরতা ও আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচনের অবরোধ সংক্রান্ত প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “রাজবাড়ীর ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।"

যাদের গাফিলতির কারণে ঘটনা ঘটেছে-ডিসি ও এসপিকের দায়িত্ব নিয়ে সুস্থ তদন্ত সম্ভব কি না—এর প্রশ্নে তিনি বলেন, “যদি আগে সবাইকে সরিয়ে দিই, তাহলে তদন্তের গুরুত্ব থাকবে না। তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে পদক্ষেপ নেওয়া হবে, নির্দোষ প্রমাণিত হলে কেউ শাস্তি পাবে না।"

সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি থাকলেও মব নিয়ন্ত্রণে ব্যর্থ হয়নি কি-এই প্রশ্নের জবাবে তিনি জানান, “আমরা ব্যর্থ নই। যারা এসব ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। সবাইকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ করছি।"

নির্বাচনের সময় জনগণের অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে কি না-এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনমুখী হলে জনগণকে কেউ আটকাতে পারবে না। তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে পৌঁছাতে পারবে।"

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা
বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা
রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা
রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা
আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : উপদেষ্টা আসিফ
আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : উপদেষ্টা আসিফ