• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইবি’র সাবেক শিক্ষার্থী নোমানী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ইবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা জেলা কল্যাণের সহ-সভাপতি আল আমিন। তিনি বলেন, “ভোলা জেলার কৃতি সন্তান মাওলানা আমিনুল হক নোমানীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে।”

আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও জেলা কল্যাণের সাধারণ সম্পাদক এস এম শামীম বলেন, “নোমানীর হত্যাকাণ্ড শুধু একজন আলেমের নয়, শিক্ষিত আলেম সমাজের ওপর এক নৃশংস আক্রমণ। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। যদি বিচার না হয়, পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে।” তিনি ইন্টিরিম সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন।

প্রসঙ্গত, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজ ঘরে ঢুকে দুর্বৃত্তরা নোমানীকে কুপিয়ে হত্যা করে। তিনি ভোলা উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত মাওলানা এনামুল হকের পুত্র এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নববধূ তামান্নার মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা?
নববধূ তামান্নার মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা?
পাবনায় আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ
পাবনায় আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ
টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় দুর্বৃত্তদের হামলা
টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় দুর্বৃত্তদের হামলা