• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধুপুরে বসতবাড়ি-দোকান ঘর পুড়ে ছাই

   ৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে।

প্রথমে মৃত ফটিক চন্দ্রের ছেলে নারায়ণ চন্দ্র ও পলু চন্দ্রের বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তাদের ভাতিজা পলাশ ও চান মিয়া খানের দোকানে। এতে দোকান ও বাড়িঘরের সমস্ত মালামাল ভস্মীভূত হয়।

ভুক্তভোগী পলু চন্দ্র জানান, রাত ১০টার দিকে খাবার খেতে বসে হঠাৎ ধোঁয়া দেখতে পাই। বাইরে বের হয়ে দেখি আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। অল্প সময়েই আমার বসতঘর, ভাইয়ের ছেলের দোকান ও চান মিয়ার দোকান পুড়ে যায়। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৫ থেকে ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল