• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খোকসায় কৃষকদল নেতার উদ্যোগে গাছের চারা বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কুষ্টিয়া খোকসাতে কৃষক দল নেতা হাফেজ মঈনউদ্দিনের উদ্যোগে ৫ হাজার গাছের চারা জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে।

সবুজ নগরায়ন গড়ে তোলার লক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির পাঁচ হাজার গাছের চারা বিতরণ করেন তিনি।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে খোকসা উপজেলা পরিষদ চত্তরে এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মো.মঈনউদ্দীন শেখ।

উদ্বোধন শেষে তিনি গণমাধ্যমকে বলেন, “পরিবেশ রক্ষা এটি আমাদের সবার নৈতিক কর্তব্য। আগামী দিনে তরুণ প্রজন্মের মধ্যে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও টেকসই সমাজ গড়ে উঠবে।’ পরিবেশবান্ধব এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।”

এর আগে এই কৃষকদল নেতা তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণের কর্মসূচির অংশ হিসেবে খোকসা উপজেলা পরিষদ চত্তর থেকে লিফলেট বিতরণ শুরু করেন। এসময় তিনি উপজেলার বাসস্ট্যান্ড, থানার মোড় ও হাওয়া ভবন এলাকারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণ করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল