জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন নয়: শরীফ ওসমান হাদি


আসন্ন জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন নির্বাচন সেই সনদের ভিত্তিতেই হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও প্রজন্মের দাবি উপেক্ষা করা হলে তারা সেই নির্বাচন প্রত্যাখ্যান করবে।
রোববার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই সনদ ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শরীফ হাদি বলেন, গত ১৬ বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। অথচ দিল্লি থেকে শুরু করে আওয়ামী লীগ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে নির্বাচনের জন্য। আমাদের প্রশ্ন—সেই নির্বাচনের ম্যান্ডেট কোথায়? তিনি আরও বলেন, “জুলাই সনদের বৈধতা নিশ্চিত করেই নির্বাচন হতে হবে। নতুন সংসদ গঠন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।”
তিনি ১৯৭২ সালের সংবিধানকে “বাকশালী ও ফ্যাসিবাদী” উল্লেখ করে বলেন, সেটি জনগণের ম্যান্ডেট ছাড়া প্রণীত হয়েছিল। “বর্তমান সংবিধানও ফ্যাসিস্ট, যার মাধ্যমে শেখ হাসিনা গুম, খুনসহ সব অপকর্ম করেছেন,” যোগ করেন তিনি।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পৃথিবীতে দ্বিতীয় উদাহরণ নেই যেখানে একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরিয়েছেন। জিয়াউর রহমান তা করেছিলেন। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসার এক মাসের মধ্যে তিনি শহীদ হন।”
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সভাপতিত্ব করেন গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. দেওয়ান সাজ্জাদ। আরও বক্তব্য দেন কর্নেল (অব.) হাসিনুর রহমান, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদসহ অনেকে।
ভিওডি বাংলা/ আরিফ