বদরুদ্দীন উমর ছিলেন স্বাধীন বিবেকের প্রতীক: তারেক রহমান


বাংলাদেশের বামপন্থি প্রগতিশীল রাজনীতির পথিকৃৎ বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, “বদরুদ্দীন উমর ছিলেন এদেশের স্বাধীন বিবেকের এক প্রতীক।”
তারেক রহমান আরও বলেন, রাজরোষে পড়েও বদরুদ্দীন উমর কখনো আদর্শচ্যুত হননি। কোনো ভয় বা হুমকি তাকে কর্তব্যকর্ম থেকে বিরত করতে পারেনি। স্বৈরতন্ত্র উপেক্ষা করে তিনি সবসময় স্বাধীন মত প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি উল্লেখ করেন, “বামপন্থি রাজনীতির পথিকৃৎ, লেখক, শিক্ষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরের জীবনাবসান জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। স্বাধীনচেতা ও নির্ভীক কণ্ঠস্বরের এই বিদগ্ধ বুদ্ধিজীবীর প্রয়াণে জাতি হতাশ।”
তারেক রহমান বলেন, “ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে সব স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে বদরুদ্দীন উমরের চিন্তা, লেখনি ও সক্রিয় ভূমিকা অবিস্মরণীয়। তার গবেষণাধর্মী গ্রন্থসমূহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মূল্যবান দলিল হিসেবে পাঠকসমাজে সমাদৃত।”
বদরুদ্দীন উমরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে বদরুদ্দীন উমরকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
ভিওডি বাংলা/জা