নবাবগঞ্জে কাচদহে থেকে বালু উত্তোলনের দায়ে গ্রেফতার ২


দিনাজপুরের নবাবগঞ্জে ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের কাচদহ করতোয়া নদী এলাকায় অবৈধ বালু উত্তোলন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিনোদনগর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোছা. মরিয়ম আক্তার বাদী হয়ে ০৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর নবাবগঞ্জ থানা পুলিশের অবৈধ ভাবে বালু উত্তোলন মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বিনোদনগর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মৃত ফরজ আলীর ছেলে আতাউর রহমান (৫০) ও কাঁচদহ গ্রামের আতিয়ার রহমানের ছেলে ফারায়াজুল ইসলাম (৩২)।
মামলার তদন্তকারী অফিসার এস আই শাহীন মোল্লা জানান গ্রেপ্তারকৃতদের গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য গত (৭ সেপ্টেম্বর) তারিখে বিনোদনগর ইউনিয়ন ভুমি কর্মকর্তা মরিয়ম বেগম বাদী হয়ে বিনা অনুমতিতে করতোয়া নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৪।
ভিওডি বাংলা- অলিউর রহমান মিরাজ/জা