• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সহিংসতা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পি.এম.
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, “যে ঘটনাগুলো ঘটছে স্থানীয় প্রশাসন যেন সেগুলো শক্তভাবে মোকাবিলা করে। এ বিষয়ে আজকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

প্রেস সচিব জানান, বৈঠকে জুলাই সনদকে ঘিরে রাজনৈতিক ঐক্য ধরে রাখা, ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশ কঠোরভাবে মনিটরিং করা এবং নেপথ্যের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টা আসন্ন দুর্গাপূজা ঘিরে সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে বলেন, গত বছরের মতো এবারও আগাম নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠক করতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে ক্রমাগতভাবে নিরাপত্তা পরিস্থিতি মনিটর করার সিদ্ধান্ত হয়। এজন্য নিরাপত্তাবাহিনীর মধ্যে সমন্বয় জোরদার এবং প্রশাসনের আগাম প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম আরও বলেন, “পরাজিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচনের অগ্রযাত্রা ও জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া ব্যাহত করতে সহিংসতার আশ্রয় নিচ্ছে। এটি শুধু আইনশৃঙ্খলা নয়, জাতীয় নিরাপত্তার ইস্যুতে পরিণত হয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পল্লী বিদ্যুতের আন্দোলনে দেশবিরোধী শক্তির ইন্ধন রয়েছে: প্রেস সচিব
পল্লী বিদ্যুতের আন্দোলনে দেশবিরোধী শক্তির ইন্ধন রয়েছে: প্রেস সচিব
পৃথিবীর কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর: শফিকুল আলম
পৃথিবীর কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর: শফিকুল আলম
প্রান্তিক জনগোষ্ঠীকে স্বনির্ভর করতে কাজ করছে সরকার: ফরিদা আক্তার
প্রান্তিক জনগোষ্ঠীকে স্বনির্ভর করতে কাজ করছে সরকার: ফরিদা আক্তার