চবি সংঘর্ষ
জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামীর চট্টগ্রাম হাটহাজারী উপজেলা আমির সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রচার সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজুল ইসলামের “বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা মেনে নেবো না” বক্তব্যটি বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে বিক্ষোভ সৃষ্টি করেছে এবং সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। তাই জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা জরুরি জেলা কর্মপরিষদ বৈঠকে তাকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী জোবরা গ্রাম পরস্পরের পরিপূরক, কোনোরকম সংঘাতের কোনো জায়গা নেই। সম্প্রতি সংঘটিত ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর ক্ষয়ক্ষতি হয়েছে, যার জন্য সমবেদনা প্রকাশ করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি কামনা করা হয়েছে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা পুনরায় না ঘটে।
ঘটনার পেছনে মূল ঘটনা: বুধবার (৪ সেপ্টেম্বর) চবি পার্শ্ববর্তী জোবরা গ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় সিরাজুল ইসলাম তার ঐ বিতর্কিত বক্তব্য দেন। সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও গোলচত্বর এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা “চবি নিয়ে জমিদারি চলবে না”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যাবে না” ইত্যাদি স্লোগান দেন।
ভিওডি বাংলা/ আরিফ