• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না’ : হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পি.এম.
হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “কোনো হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না। ১০টা হোন্ডা, ২০টা গুন্ডা দিয়ে নির্বাচন ঠান্ডা করার দিন আমরা ৫ আগস্টেই শেষ করেছি।”

রোববার (৭ সেপ্টেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নেতৃত্ব গড়ে উঠবে নেতার গুণাবলী থেকে, গুন্ডাবাহিনীর জোরে নয়। “এনসিপি ইনসাফের পক্ষে। বেইনসাফি করে ভিড় টেনে আনার রাজনীতি আমাদের দরকার নেই,”— যোগ করেন তিনি।

অপরাধ ও অবিচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “অপরাধীরা রাজনৈতিক আশ্রয়ে বেড়ে ওঠে। থানায় অভিযোগ দিতে গেলে দেখা যায় অপরাধী পুলিশের সঙ্গে চা খাচ্ছে। জনগণের পাশে থাকতে এমপি বা চেয়ারম্যান হওয়ার দরকার নেই, মানুষ হলেই যথেষ্ট।”

তিনি আরও বলেন, সত্যের পক্ষে দাঁড়াতে রাজনৈতিক শেল্টারের প্রয়োজন নেই। তবে সত্য বলার কারণে যদি কেউ বাধা দেয়, জুলুম করে, তবে এনসিপি সবসময় জনগণের পাশে থাকবে।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির দেবিদ্বার উপজেলা সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির। অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, সার্চ কমিটির সদস্য কাদির আহমেদ ও সাকিল আহমেদ প্রমুখ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সনদ প্রণয়নে ব্যর্থতায় দেশ নির্বাচনমুখী হয়নি : মান্না
জুলাই সনদ প্রণয়নে ব্যর্থতায় দেশ নির্বাচনমুখী হয়নি : মান্না
দেশবিরোধীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে- সালাহউদ্দিন
দেশবিরোধীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে- সালাহউদ্দিন
এনসিপির কৃষক উইং গঠনের দায়িত্বে মওলানা ভাসানীর নাতি আজাদ
এনসিপির কৃষক উইং গঠনের দায়িত্বে মওলানা ভাসানীর নাতি আজাদ