তারেক রহমানের প্রিয় বিড়ালের সঙ্গে ছবি ভাইরাল


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফের তার প্রিয় বিড়ালের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া ছবিতে দেখা যায়, তিনি দলের স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ মিটিং করছেন, আর পাশেই বসা বিড়ালের লেজে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়।
ছবিটি ঘিরে নেটদুনিয়ায় চলছে ব্যাপক আলোচনার ঝড়। অনেকে মন্তব্য করেছেন— প্রাণীর প্রতি ভালোবাসা একজন মানুষকে আরও সহানুভূতিশীল ও দয়ালু করে তোলে। শুধু রাজনৈতিক নেতা হিসেবেই নয়, প্রাণীবান্ধব মানুষ হিসেবেও তারেক রহমানকে দেখছেন অনেকে।
ভক্তরা ফেসবুক-টুইটারজুড়ে ভালোবাসা ও প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন তাকে। তাদের ভাষায়, নেতৃত্ব মানেই শুধু কঠোরতা নয়, সেখানে কোমলতার ছোঁয়াও থাকে— যা নেতাকে মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে দেয়।
এর আগেও তারেক রহমানের বিড়ালের সঙ্গে কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল। তখন দেখা গিয়েছিল, তিনি মোবাইলের পর্দায় বিড়ালটিকে কিছু দেখাচ্ছেন, আর বিড়ালটি মনোযোগ দিয়ে তা পর্যবেক্ষণ করছে। বিএনপির মিডিয়া সেলও ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছিল— “লিডার”।
ভিওডি বাংলা/ আরিফ