• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএমপিতে ৫ কর্মকর্তার রদবদল

নিজস্ব প্রতিবেদক    ৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে গেন্ডারিয়া ও ওয়ারী থানার ওসি হিসেবে দুজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এছাড়া মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবেও নতুন একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে গেন্ডারিয়া থানার ওসি আবু শাহেদ খানকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের গোলাম মর্তুজাকে গেন্ডারিয়া থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। লাইনওআর এর এম এ রউফ খানকে ওয়ারী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

লাইনওআরের রকিবুজ্জামান তালুকদারকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার দুদক কমিশনারের
দুর্নীতি দমনে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার দুদক কমিশনারের
জাহাজ নির্মাণ খাত এগিয়ে নিতে শিগগিরই আইন প্রণয়ন: আদিলুর রহমান
জাহাজ নির্মাণ খাত এগিয়ে নিতে শিগগিরই আইন প্রণয়ন: আদিলুর রহমান
সহিংসতা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ
সহিংসতা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ