বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ


চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে দেশীয় লাঠিসোঁটা ও দা নিয়ে কাঁকরোল ক্ষেত কর্তন করার অভিযোগ করেছে ভুক্তভোগী চাষী কামাল উদ্দীনের পরিবার।
শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী চাষি কামাল উদ্দীনের পরিবারের দাবি, তাদের পরিবারের সাথে প্রতিপক্ষের জাকের আহমদের পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল, প্রতিপক্ষের জাকের আহমদ গংরা বাদী হয়ে ভুক্তভোগী কামাল উদ্দীন গংয়ের বিরুদ্ধে গত ২০২১ সালে যুগ্ম জেলা জজ আদালত বাঁশখালীতে একটি মামলা দায়ের করেন, উক্ত মামলায় ভুক্তভোগী কামাল উদ্দীন গংয়ের পক্ষে রায় দেন মাননীয় আদালত। এরপর বিরোধ মীমাংসার লক্ষ্যে দুপক্ষের লোকজনকে নিয়ে গত শুক্রবার রাতে বাঁশখালী থানায় একটি বৈঠকও হয়।
এরইমধ্যে আইনের তোয়াক্কা না করে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র দা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে কাঁকরোল ক্ষেত কর্তন ও ভাংচুর করে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। এসময় কাঁকরোল ক্ষেত কর্তন ও ভাংচুর তাণ্ডব চালানোর সময় ভুক্তভোগী পরিবারের মোবাইলে ধারণ করা কয়েক মিনিটের একটি ভিডিও চিত্র প্রতিবেদকের হাতে দেন ভুক্তভোগীরা।
অপরদিকে প্রতিপক্ষের জাকের আহমেদের পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, কামাল উদ্দীনের লোকেরা তাদের ক্ষেতখোলাও নষ্ট করে দিয়েছে।
বাঁশখালী থানার পরিদর্শক তদন্ত সুধাংশু শেখর হালদার বলেন, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে তদন্তপুর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ