• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোবিন্দগঞ্জে গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি    ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। 

রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরে পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে থেকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আজ (রবিবার) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) অনিমা রায়, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বদিউজ্জামানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরে পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে ঢাকাগামী হক এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব ১৪-৪৫০৪) নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে 

ইশ্বরদী থানার গোপালপুর গ্রামের শফিকুল মন্ডলের স্ত্রী রেখা (৪৫) ও পুরাতন ইশ্বরদী থানার শামীম প্রামানিকের স্ত্রী রুবিনা বেগম( ৪০)নামের দুই নারীর কাছে থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই নারী মাদক কারবারিকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে ‘অচল’ নৌ পুলিশের স্পিডবোট
রাজশাহীতে ‘অচল’ নৌ পুলিশের স্পিডবোট
গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীরা জীবন দিয়েছে : মির্জা ফখরুল
গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীরা জীবন দিয়েছে : মির্জা ফখরুল
বাঁশখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি রোধে এসিল্যান্ডের অভিযানে
বাঁশখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি রোধে এসিল্যান্ডের অভিযানে