• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি রোধে এসিল্যান্ডের অভিযানে

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে অর্থদন্ড দেওয়া হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন।

অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল, এবং নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ মজুদ ও বিক্রি করা হচ্ছিল।

এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারা লঙ্ঘনের অপরাধে ৭টি মামলায় ৭ জনকে সর্বমোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে ঔষধ প্রশাসন, চট্টগ্রাম এর দুইজন ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ আবিদ হাসান ও মোঃ ফজলুল হক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানী আকন বলেন— “মানুষের জীবন নিয়ে ব্যবসা করা যাবে না। মেয়াদোত্তীর্ণ বা অবৈধভাবে ওষুধ বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিতভাবে ফার্মেসিগুলো মনিটরিং করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে ‘অচল’ নৌ পুলিশের স্পিডবোট
রাজশাহীতে ‘অচল’ নৌ পুলিশের স্পিডবোট
গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীরা জীবন দিয়েছে : মির্জা ফখরুল
গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীরা জীবন দিয়েছে : মির্জা ফখরুল
ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র নাজমুল বাঁচতে চায়
ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র নাজমুল বাঁচতে চায়