• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে ইথ্রি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পি.এম.
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপের তিন দেশ—যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এ তিন দেশ ‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে। সতর্ক করে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের একজোট হওয়া ইউরোপের বৈশ্বিক অবস্থানকে দুর্বল করবে।

রোববার (৭ সেপ্টেম্বর) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক নিবন্ধে আরাগচি জানান, ইথ্রি (E3) এমন একটি প্রক্রিয়া শুরু করছে, যা ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে। তবে এর কোনো আইনি ভিত্তি নেই এবং এটি শেষ পর্যন্ত ব্যর্থ হবে।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ৩০ দিনের একটি প্রক্রিয়া চালু করেছে। তবে আরাগচির বক্তব্য, ওই চুক্তি ভেঙেছিল যুক্তরাষ্ট্র, ইরান নয়। বরং ইউরোপ তাদের নিজস্ব দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার পর ইউরোপ বাণিজ্য রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু মার্কিন চাপের মুখে তা বাস্তবায়িত হয়নি, বরং ইউরোপের কৌশলগত স্বায়ত্তশাসন ভেঙে পড়েছে।

তবে আরাগচি জোর দিয়ে বলেন, আলোচনার পথ এখনো খোলা রয়েছে। কঠোর নজরদারি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে তেহরান পারমাণবিক সমৃদ্ধকরণ সীমিত করতে প্রস্তুত।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে রাশিয়ার হামলা
ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে রাশিয়ার হামলা
দলের ভাঙন ঠেকাতে ইশিবার পদত্যাগ
দলের ভাঙন ঠেকাতে ইশিবার পদত্যাগ