• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাগরপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

উৎসব মুখোর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির পক্ষ থেকে ৮টিমের নাগরপুর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে সরকারি কলেজ মাঠে উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টে নাগরপুর উপজেলার মামুদনগর সবুজ সংঘ বনাম মানিকগঞ্জ জেলার গড়পাড়া ফুটবল একাডেমি অংশ গ্রহন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। 

নাগরপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রথম খেলাটি উদ্বোধন করেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো রফিকুল ইসলাম। 

নাগরপুর প্রেসক্লাবের সভাপতি ও নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নাগরিক প্রজন্ম দলের সভাপতি মো. জুয়েল সরকার। বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শিব শংকর সূত্রধর, যুগ্ম সহ সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কোহিনূর, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন। উদ্বোধনী ম্যাচে মামুদনগর সবুজ সংঘ ১-০ গোলে মানিকগঞ্জ জেলার গড়পাড়া ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়। খেলাটি উপভোগ করতে পার্শ্ববর্তী জেলাসহ বিভিন্ন উপজেলার হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে সারের দাম বেশী রাখায় সাব ডিলারের অর্থদন্ড
কুড়িগ্রামে সারের দাম বেশী রাখায় সাব ডিলারের অর্থদন্ড
নলছিটিতে সাংবাদিক কে এম সবুজের ওপর সন্ত্রাসী হামলা
নলছিটিতে সাংবাদিক কে এম সবুজের ওপর সন্ত্রাসী হামলা
সাপ উদ্ধার থেকে মানবতার প্রতীক
সাপ উদ্ধার থেকে মানবতার প্রতীক