• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে র‍্যাবের ধাওয়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাবের ধাওয়ায় পানিতে ঝাঁপ দিয়ে মোহাম্মদ শাওন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল হক মোল্লার ছেলে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, র‍্যাব-১২ মাদক বিরোধী অভিযানে গেলে ভয়ে শাওন ফুলজোড় নদীতে লাফ দেন। এ সময় তিনি তলিয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। তার নামে আগের একটি মাদক মামলা রয়েছে।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমিন উদ্দিন বলেন, পানিতে ডুবে যাওয়া এক যুবককে হাসপাতালে আনা হয়। তবে তিনি আগেই মারা গিয়েছিলেন। পরে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ গাছাবাড়ী আশ্রয়ণ কেন্দ্র
রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ গাছাবাড়ী আশ্রয়ণ কেন্দ্র
ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
খাগড়াছড়িতে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন
খাগড়াছড়িতে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন