জনগণকে সঙ্গে নিয়েই প্রকৃত পরিবর্তন : আমিনুল হক


একা দেশের পরিবর্তন সম্ভব নয়, তবে সদিচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে প্রকৃত পরিবর্তন আনা যায়—এমন মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আমিনুল হক।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে পল্লবী থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্থানীয় প্যারিস রোডের পাশের খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, “জনগণের রাজনীতি করে বিএনপি। জনগণকে সঙ্গে নিয়েই আমরা তাদের সমস্যা সমাধান করব। খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকবে। আমি চাই আমার এলাকাকে একটি উদাহরণ হিসেবে গড়ে তুলতে।”
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জনকল্যাণে রাজনীতি করতে হলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে। জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল শক্তি।”
খাল পরিষ্কার অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে উল্লেখ করে তিনি বলেন, এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আশা করা যায়, এ কার্যক্রম এলাকাজুড়ে ইতিবাচক পরিবর্তন আনবে।
ভিওডি বাংলা/ আরিফ