• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায়  ১০ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। 

সোমবার (৮ সেপ্টেম্বর ) দুপুর  সাড়ে ১২ টার  দিকে  উপজেলার মাগুরা বিনোদন  ইউনিয়নের নাদোসৈতপুর  বাজারে মোঃ আব্দুল মালেকের জুতার দোকান ও আবুল হোসেনের পান সুপারির দোকানে ওই আগুন লাগার ঘটনাটি ঘটে ।
 
স্থানীয়রা জানায়, প্রথমে আব্দুল মালেকের জুতার দোকানে আগুন লাগে পরে সেই আগুন পাশের দোকানেও সরিয়ে পরে এবং দুটি দোকানই পুড়ে ছাই হয়ে যায় ।লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। 

পরে সংবাদ পেয়ে ফায়ার  সার্ভিসের  কর্মীরা  এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ উপজেলা  ফায়ার সার্ভিসের সাব অফিসার  মুহাম্মাদ  মুঞ্জুরুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনা হয়। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি জমিতে জামায়াত নেতার পুকুর খনন, পাঁচ শ্রমিকের কারাদণ্ড
বাগমারায় কৃষি জমিতে জামায়াত নেতার পুকুর খনন, পাঁচ শ্রমিকের কারাদণ্ড
অসংখ্য মুক্তিযোদ্ধাদের জ্যান্ত মাটি চাপা দিয়ে হত্যা করা হয়
গগণবাড়ীয়া অসংখ্য মুক্তিযোদ্ধাদের জ্যান্ত মাটি চাপা দিয়ে হত্যা করা হয়
সাতক্ষীরা সুন্দরবনের নীরব গডফাদার শিশু মণ্ডল
সাতক্ষীরা সুন্দরবনের নীরব গডফাদার শিশু মণ্ডল