• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ.লীগের আসল বিচার করবে বিএনপি সরকার : দুদু

নিজস্ব প্রতিবেদক    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই সরকার বিচার করেছে কিন্তু আ.লীগের আসল বিচার করবে বিএনপি সরকার।  শেখ পরিবার ব্রান্ডেড খুনি, চোর এবং লুটেরা।

সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান বলেন, জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলেই পিআরসহ নানা কিছু নিয়ে কথা বলছেন অনেকে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুস করে ঢুকে পড়ার কথা বলছে আবার ছাত্রলীগ মিছিল করার চেষ্টা করছে। আমরা আইনের হাতে ছেড়ে দিয়েছিলাম। গণপিটুনি শুরু হলে ঘরে ঘরে থেকে খুঁজে এনে আওয়ামী লীগকে জনতার আদালত বিচার করা হবে।
 
আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন। এখানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে সকাল সোয়া ১০টায় সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
সর্বশেষ ঠাকুরগাঁও বিএনপির জেলা সম্মেলন হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্মেলনকে কেন্দ্র করে শহরের প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে অসংখ্য রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন ও পোস্টার। নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
 
 ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির হাত ধরেই সব ইতিবাচক পরিবর্তন এসেছে : মির্জা ফখরুল
বিএনপির হাত ধরেই সব ইতিবাচক পরিবর্তন এসেছে : মির্জা ফখরুল
ফেসবুকে আইভীর কারামুক্তির খবর, আইনজীবী বললেন গুজব
ফেসবুকে আইভীর কারামুক্তির খবর, আইনজীবী বললেন গুজব
মুজিববাদী সংবিধানের বিরোধী ছিলেন বদরুদ্দীন উমর : নাহিদ ইসলাম
মুজিববাদী সংবিধানের বিরোধী ছিলেন বদরুদ্দীন উমর : নাহিদ ইসলাম