• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্যাম্পাসে তালা দিলে প্রশাসনের তালা খোলার ক্ষমতা থাকবে না: শিবির সেক্রেটারি

ইবি প্রতিনিধি    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেছেন, অতিদ্রুত সাজিদ হত্যার সাথে জড়িতদের প্রত্যেক ব্যক্তিকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবির ক্যাম্পাসকে অচল করে দিতে বাধ্য হবে। ছাত্রশিবির যদি সাধারণ ছাত্রদের নিয়ে ক্যাম্পাসে তালা দিয়ে দেয়, তাহলে এই তালা খোলার মত ক্ষমতা প্রশাসনের থাকবে না।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে সাজিদ হত্যার তদন্ত ও বিচার অতি দ্রুত নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির প্রদত্ত ২৪ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

মানববন্ধনে তাদের "প্রশাসনের প্রহসন, মানি না মানবো না; বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; তোমার আমার অধিকার, নিরাপদ ক্যাম্পাস" ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় বক্তারা বলেন, প্রশাসন এপর্যন্ত সাজিদ হত্যার বিচারের অনেক আশ্বাস দিয়েছে। কিন্তু দুই মাস হয়েগেলেও আমারা কার্যকর কোনো পদক্ষেপ দেখিনি। এ প্রশাসন মাইক হাতে পেলে সব দাবি দাওয়া পূরণের আশ্বাস দেয়। কিন্তু কাজের সময় কিছুই করে দেখাতে পারে না।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী আরো বলেন, সাজিদ হত্যার তদন্তভার কোনো সংস্থার হাতে হস্তান্তর করা হয়নি। মামলাটি এখনো হেডকোয়ার্টারে ঝুলিয়ে রাখা হয়েছে। কোনো শক্তির কারণে এই মামলাটি এখনো তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়নি এটা আমারা জানতে চাই। ছাত্র সমাজ জানতে চাই কেন তারা এখনো কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, সাজিদের জায়গায় যদি আপনাদের সন্তান হতো তাহলে কী আপনারা এভাবে বসে থাকতে পারতেন? সাজিদকে আপনাদের সন্তান মনে করে  অতিদ্রুত তার হত্যার সাথে জড়িতদের প্রত্যেক ব্যক্তিকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। 

ইউসুব আলী বলেন, যুগোপযোগী একটি নিরাপদ ক্যাম্পাস করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ দফা সম্বলিত ১১০ প্রস্তাবনা দিয়েছিলাম। তবে কিছু প্রস্তাবনা তারা গ্রহণ করে বাস্তবায়ন করলেও সিংহভাগ শিক্ষার্থীবান্ধব প্রস্তাবনার এখনো বাস্তবায়ন লক্ষ করছিনা।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৩০ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর ২৪ দফা দাবি উপস্থাপন করে ইবি শাখা ছাত্রশিবির। এতে মোট ১১০ টি প্রস্তাবনা উল্লেখ করে সংগঠনটি।এর মধ্যে আওয়ামী দুঃশাসনে অনিয়মের তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণ, বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন, জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, আবাসিক হল সংক্রান্ত, বিভাগ, অনুষদ ও একাডেমিক কার্যক্রম, নিরাপদ ও মাদকমুক্ত ক্যাম্পাস, কেন্দ্রীয় গ্রন্থগার সংস্কার, ধর্মীয় উপাসনালয়, চিকিৎসা সেবা প্রবৃদ্ধি, ছাত্র সংসদ, প্রশাসনিক কার্যক্রম, গবেষণা বৃদ্ধি, পরিবহন সেবা, ভর্তি পরীক্ষা, আইআইইআর, মরণব্যাধি নিরাময় তহবিল ও ছাত্রকল্যাণ ফান্ড, গ্রিন ক্যাম্পাস-ক্লিন ক্যাম্পাস, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন চালু বিষয়ক, মননশীল সাংস্কৃতিক চর্চা, ক্রীড়া ও শরীরচর্চা ক্ষেত্র, নিয়োগ প্রক্রিয়া, ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন ও বিবিধ সংস্করণের প্রসঙ্গে উঠে আসে।
 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে ভোট গণনা
এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে ভোট গণনা
রাবি রাকসু নির্বাচনে শিবিরের ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা
রাবি রাকসু নির্বাচনে শিবিরের ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা